শনিবার ১৬ আগস্ট ২০২৫ - ১২:২৭
ইরান শান্তিপূর্ণ পারমাণবিক অধিকার রক্ষায় অটল: খতিবজাদে

ইরান তার শান্তিপূর্ণ পারমাণবিক অধিকার রক্ষায় সর্বদা প্রস্তুত রয়েছে, বলেছেন উপ-পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক ও আন্তর্জাতিক গবেষণা কেন্দ্রের প্রধান সাঈদ খতিবজাদে।

হাওজা নিউজ এজেন্সি: তুরস্ক সফরে রাজনৈতিক আলোচনা উপলক্ষে শুক্রবার তুরস্কের এ হাবার টিভি-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

খতিবজাদে বলেন, ইরান তার বিপুল সম্পদ ও শক্তি শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচিতে বিনিয়োগ করেছে। তাই দেশটিকে এ অধিকার থেকে বঞ্চিত করা যাবে না।

সম্প্রতি ইস্তাম্বুলে ইরান ও ইউরোপীয় ত্রয়ী (জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্য)-এর বৈঠক প্রসঙ্গে তিনি জানান, আলোচনা ছিল আন্তরিক ও গঠনমূলক।

তিনি স্মরণ করিয়ে দেন, যুক্তরাষ্ট্রের একতরফা প্রত্যাহারের পর থেকে যৌথ সমন্বিত কর্মপরিকল্পনা (জেসিপিওএ) বা ইরান পরমাণু চুক্তি চাপে রয়েছে। সে সময় ইরান কৌশলগত ধৈর্য দেখিয়ে এক বছর অপেক্ষা করেছিল ইউরোপীয়দের প্রতিশ্রুত ক্ষতিপূরণের আশায়। কিন্তু ইউরোপীয়রা কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি এবং যুক্তরাষ্ট্রের অবৈধ সিদ্ধান্তের ভারসাম্য রক্ষায় প্রয়োজনীয় রাজনৈতিক সদিচ্ছাও দেখাতে ব্যর্থ হয়েছে।

তিনি আরও বলেন, এ কারণেই ইরান বাধ্য হয়ে চুক্তির কিছু প্রতিশ্রুতি হ্রাস করে ভারসাম্য ফিরিয়ে আনে। তবে ইউরোপ যদি সত্যিকারের পারস্পরিক সমঝোতায় আগ্রহী হয়, তাহলে আলোচনার মাধ্যমে “সবকিছুই সম্ভব।”

তুরস্কের ভূমিকা প্রসঙ্গে খতিবজাদে জানান, আলোচনার এ রাউন্ড আঙ্কারায় আয়োজন করার মধ্য দিয়ে ইরান তুরস্কের প্রতি আস্থা প্রকাশ করেছে। ইরান তুরস্ককে বন্ধুপ্রতিম দেশ হিসেবে দেখে, যারা গুরুত্বপূর্ণ এ আলোচনার আয়োজক হতে সক্ষম।

ইসরায়েলের সাম্প্রতিক হামলা প্রসঙ্গে তিনি বলেন, “ইরানের ওপর হামলা চালিয়েছে শুধু ইসরায়েল নয়, বরং ইসরায়েল ও যুক্তরাষ্ট্র উভয়ই। আলোচনার মধ্যেই ইসরায়েল ইরানি কমান্ডারদের ঘরে পরিবার-পরিজনের সঙ্গে থাকার সময় টার্গেট করে হত্যা করেছে। এমনকি তাদের আবাসিক এলাকাও লক্ষ্যবস্তুতে পরিণত করেছে।”

খতিবজাদে জোর দিয়ে বলেন, পারমাণবিক স্থাপনায় হামলা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট ও গুরুতর লঙ্ঘন, কারণ ইরানের সব পারমাণবিক স্থাপনাই আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ)-এর তত্ত্বাবধানে রয়েছে।

তিনি উল্লেখ করেন “যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এ কর্মকাণ্ড আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন, যা আন্তর্জাতিক সংস্থাগুলোর মাধ্যমে তদন্ত ও বিচার হওয়া উচিত,”

সাক্ষাৎকারের শেষে খতিবজাদে পুনরায় স্পষ্ট করেন—ইরান শান্তিপূর্ণ পারমাণবিক অধিকার রক্ষায় সর্বদা প্রস্তুত।

তিনি বলেন, “এই কর্মসূচিতে ইরান যে বিপুল বিনিয়োগ ও শ্রম দিয়েছে, তা থেকে দেশটিকে কেউ বঞ্চিত করতে পারবে না।”

আপনার কমেন্ট

You are replying to: .
captcha